পাল্টে যাওয়া নদীর শরীর আজ
জোয়ার ভাটায় মাটির শরীর ভাঙ্গে,
অঙ্গনে থাকা কনক সুগন্ধ হৃদয়;
থেকে থেকে সুখের স্বপ্ন আঁকে।
স্বপ্নে দেখা সকল সুখের দিন
বসবাস করে প্রলয় জতুগৃহে
সব সুখ বন্দী হয় না খাঁচায়
কিছু ভালোবাসা শব হয়ে যায় ভুলে।
অতলান্ত শব্দের গভীরতায়
জীবন তৃষ্ণা আঁধারের পথে
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৭৭ বার দেখা
| ১০২ শব্দ ১টি ছবি
তার দুকোটি তিরিশ লক্ষ কারণ আছে
কেন আমি ভিক্ষে করব
চুরি করব
বা ধার করব
তোমার মানুষটাকে
এক রাত বা সারা জীবনের জন্যে
ও-আমার বোন, আমার মেয়ে
দায়িত্ব বিষয়ে : বড় বেশি, বড্ড তাড়াতাড়ি
খুব অল্প, খুবই দেরিতে/ক্যারোলিন বিয়ার্ড হুইটলো
অজ্ঞতা আর অনিয়ম থেকে তোমার জন্ম হয়েছিল
তোমার জন্ম হয়েছিল অস্বচ্ছন্দে
ঋতুস্রাব এমন এক
এক সময় অলীকতায় করলাম আমি শেষ;
এই পৃথিবীর ক্ষুদ্র থেকে বৃহত্তর সব দেশ!
কোথাও খুঁজে পাইনি আমি মনুষ্যরূপী বেশ
যেথা যায় পাগল হই, অর্ধ শ্বাসে মৃত্য রই!
থাকলেও মুখ, কিছু বলার নেই কো ক্ষমতা
এইতো আজ, চলছে সমাজ, ভগ্ন মানবতা।
স্রষ্টার কিছু নেইকো দেখছি মন্দ কী অমিল
সবার