একটি জটিল পথ পাড়ি দিয়ে
দীর্ঘতর জীবনের স্বপ্নভঙ্গ খোলস
থেকে বেরিয়ে এসে
বেছে নিয়েছি একটা সোজা পথ
ভেঙ্গে যেতে শিখিনি
মচকে যেতে শিখিনি
কখনো সাহস ধৈর্যচ্যুত হয়নি বিবেক
আত্মার সমাধিলিপি ভেদ করে
অবশেষে পৌঁছে যায় জীবন;
হিসেবের খাতা খোলা রয়েছে সবার
সবাই চলছে
ছুটে চলছে
হিসাব কষছে
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৬১ বার দেখা
| ২৯৩ শব্দ ১টি ছবি
তুমি যদি আমার হৃদয়টা চাও
নিতে পারো
এখানে পবিত্রতার ছুয়ে যাবে
রাত্রি রুপালি চাঁদ;
এখানে বিশ্বাস নিয়ে
কদাচিৎ রচনা করতে পারো
আরাধ্যতার প্রার্থনাগাঢ়;
আমি বহুকালের সোনালী বরফদ্বয়
সূর্যের তাপে রচনা করি তোমারই সৌন্দর্য
সূর্যের ঢ’লে পড়ায়
যে পিদিম রিফ্লেক করে
পশ্চিমের আকাশে জাজ্বল্যমান
একছত্র সোনালী মেঘ।
আমার অবয়ব জুড়ে রয়েছে
পৃথিবীর
তুমি কি শুনতে পাও মোর আর্তনাদ
হে দেবী, হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও?
ভালবাসার ফোনে কোন নাম্বার নেই
তাই চেয়েছিলাম তোমার মনের নাম্বার
সর্বদা সেভ করে রাখতাম
কখনো ডিলেট করতাম না?
হে আমার প্রেমাস্পদা,
হে আমার দেবী
দাও তোমার মনের নাম্বার
ভালবাসার কিছু কথা বলবো তোমায়?
এভাবে চুপটি করে থাকো