আগস্ট ১৬, ২০২১ বিভাগের সব লেখা

ধনী ও দরিদ্র, দূষিত পৃথিবী
৪৪/৪২ দরিদ্র কয় ও ধনী ভাই
আছিস সুখে তোরা,
খাদ্য বিহীন উপোস থাকি
দরিদ্র যে মোরা। সুখের সাথে তোদের কাটে
দিন যে কত ভালো,
দুখের সাথে জীবন কাটে’
কষ্ট ভীষণ কালো। একটু খাদ্যের জন্য মোরা
কষ্ট করি কত,
মন খুশিতে নষ্ট করে
খাদ্য শত শত। অট্টালিকার উপর বসে
মন খুশিতে হাসি,
নিত্য দিনে মোদের জন্য
খাদ্য পঁচা বাসি। এভাবেই তো জীবন পড়ুন
কবিতা, ছড়া ও পদ্য | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৫ বার দেখা | ১৭২ শব্দ