বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।
দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা
আমি ভাষা আন্দোলন দেখিনি
আমি দেখিনি 71
আমি বঙ্গবন্ধুকে দেখিনি
আমি তার জীবনকে উপলব্ধি করতে পেরেছি
ইতিহাসের মর্মর ধ্বনিত পাতা থেকে…
৭ ই মার্চের রেসকোর্স ময়দানের সেই
মুক্তি সংগ্রামের অমর বাণী
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”
স্বাধীনতার সেই অমর বাণী আমাকে উদ্বুদ্ধ
৪৪/৪২
মুজিব হলো শ্রেষ্ঠ নেতা
বাঙালির ওই জন্য,
মুজিবকে যে পেয়ে জাতি
জীবন তবে ধন্য।
মুজিব হলো বাঙালির ওই
স্বাধীনতার জনক,
তার ইতিহাস ওই জগৎ জুড়ে
করছে মাইল ফলক।
মুজিবের ওই নেতৃত্ব ভাই
মুক্ত হলো ভূমি,
মুজিব হলো নক্ষত্র তুল
তোমায় সবাই চুমি।
তোমার জন্য দেশের মানুষ
স্বাধীন ভাবে চ’লে,
মুজিব হলো জাতির পিতা
সারা বিশ্ব ব’লে।
হাজার বর্ষের শ্রেষ্ঠ তুমি
তুমি