দেবতার মন্দির দেবতায় ভেঙেছে
আমার তোমার যায় আসে কী,
যার আদেশ ছাড়া নড়ে না পাতা
মন্দির ভাঙ্গার সাহস কারোর হবে কি?
তোমরা দুঃখ কেন করো লাঠি কেন ধরো
প্রতিবাদ হানাহানি-ই-বা কেন করো,
হয় যদি দেবতার মন্দির ধৈর্য ধরো
নিশ্চয়ই হবে সাজা একটু সবুর করো!
যার মন্দির তিনিই
রাগ হয় না
কিম্বা ঘেন্না, কিছুই না
শুধু আপসোস,
বুঝলে না, তুমি জানলেও না
শুধু রাবনের চরিত্রে আমায় ধারন করো
কিন্তু এ ক্ষিতির মাঝে পূর্ণিমার শীতলতা
কখনই অনুভব করতে চাওনি,
এ আমার ব্যর্থতা,
একান্ত ভালবাসার নিরস পরাজয়।
নির্বাসিত একাকী যাত্রার লগ্নতায়
ফের আমায় রুদ্র করে, রুক্ষ করে
দু’চোখের প্রান্তর
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৬৫ বার দেখা
| ৮১ শব্দ ১টি ছবি