যতবার বলছি নিজেকে
ভয় চলে আসে
তীরন্দাজ চলে আসে
ছুঁড়ে দেয়া শোকবার্তা
পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে
তীরাঘাতে আহত হচ্ছি, শোক হচ্ছি
নিহতরা বলে যাচ্ছে, শান্ত হও ঘড়ি দেখি
মনে হয় ওর পেছনে শুয়ে আছে
অনেকগুলো আলো; কাঁটা ঘোরে
অতীত হয়েও সময়গুলো
পেঙ্গুইন হয়ে যায়
শোকের মতন ধীর এবং বিহ্বল
ঘড়ি দেখো যদিও নীরবে সে
বলে যায়, শান্ত

