যুগে যুগে কালে কালে পৃথিবীর সব জনপদে মানুষদের মধ্য থেকে স্রষ্টা তার প্রতিনিধি নির্বাচন করেছেন।
সত্য প্রতিষ্ঠার জন্য-
মহা মানবেরা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে এক একটি জনপদকে আলোকিত করে গেছেন।
সত্যের লড়াই করতে কেউ কোন দিন পিছ পা হন নি।
প্রাণ দিয়েছেন কখনো
এই লকডাউনের বিকালবেলা
চলছে মাঠে খেলা,
চারদিকে লোকে লোকারণ্য
মিলছে যেন মেলা!
কে শোনে কথা চলছে খেলা
দোকানপাটও খোলা,
বিধিনিষেধ মানছে না কেউ
করছে সবাই অবহেলা।
হেলায় হেলায় অবহেলায়
বাড়ছে করোনা সংক্রমণ,
কেউ মরছে গ্রামে, কেউ শহরে
মরছে আপামর জনগণ!
যদি মানতো বিধিনিষেধ
কমে যেতো রোগ