জানি, শ্রাবণ ছুঁয়েছে তোমায়
খোলা চুলে সিক্ততার আবেশ; সনাতন কৈলাশ মুর্চ্ছুনায়
নেশা ধরায় ভেজা মাদকতা।
বনে বনে ভেজা সবুজ পাতা যেন উদাসীন আজ
সোঁদামাটির চির চেনা গন্ধ চুঁইয়ে পরে; বির্মষ নিস্তব্ধতায়
ঘরকুনো অভিমান তোমায় ছুঁয়ে বাঁচে।
হাওয়ার ছোঁয়ায় জলে ভেজা লজ্জাবতী
চুপসে রয় তোমারই