বিষণ্ণ নদীর ধারে চুপচাপ পাহারায় বসে
রাতচরা পাখি, ঘুম ঘুম চোখ নিয়ে
মেঘেদের দিকে তাকিয়ে থাকে অপলক।
রেখে যায়, এক টুকরো বিশ্বাস, তখনও
আঁজলা ভরে জল তুলে নেওয়া বাকি।
একটুকরো মেঘ কার্নিশে এসে
দাঁড়ায়, রজনীগন্ধা হতে চেয়ে। অজস্র
ক্রিস্টালের মতো বৃষ্টি নামে, বুক জুড়ে,
উঠোন জুড়ে। গ্রীষ্মের ঝিমলাগা
৪২/৪২/৪৪
শিক্ষাগুরু ভালো অন্ধকারের আলো
শিক্ষা দেয় যে রে ভাই তবু,
শিক্ষাগুরুর কথা মন নেই নিতে ব্যথা
আদেশ নিষেধ মানবো কভু।
জ্ঞানের আলো জ্বালো হবে তুমিই ভালো
শিক্ষা ছাড়া কোনো পথ নাই,
গুরুর জ্ঞানে মনে শিষ্যের ক্ষণে ক্ষণে
সদা শিষ্য ভাবে যে তাই।