কৃষ্ণচূড়া তলায় কে তুমি? কথা বলছ না কেন?
ওহ্ সন্ধ্যা রাতের শুকতারা
দেখো শুকতারা তোমার পাশে চাঁদের বুকে মেঘ
কেমন নরম চুলের গোছা ছড়িয়েছে
এক আকাশে,
ওই মেঘ শ্রাবণ বিকেলে বৃষ্টি হয়ে ঝরবে কথা দিয়েছে।
অচেনা পথের ভিড়ে এই কে তুমি? চুপ করে আছ
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৩৪ বার দেখা
| ১৪৮ শব্দ ১টি ছবি
অক্ষর বৃত্তঃমধ্যসম পর্ব ৮৬
মনে পড়ে সেই স্মৃতি শৈশবের কথা
মা বাবা ডাকিত মোরে খেয়ে যারে খোকা
খাদ্য নিয়ে আমি কিন্তু ঘুরিবো না বোকা
শৈশবের কষ্টে খেলা মনে লাগে ব্যথা।
শৈশবের কত কথা বেশি পড়ে মনে,
কেমন দিবস গেছে ভাবি আমি তাই
শৈশবের স্মৃতি গুলো ভালো মনে নাই