আমি তোর কি হলাম,
বন্ধু না মানুষ
বন্ধু হলে বুক দিস্নি ক্যান?
সুখ দিস্নি ক্যান?
দুঃখ দিস্নি ক্যান?
মানুষ হলে আজো কেন আমার হলোনা হুঁশ
কেন আজো ভরে থাকে দীর্ঘশ্বাসে ফুসফুস
কেন রাতের মধ্য প্রহর ঘাত আঘাতের শঙ্কা লাগে
কেন আজো তনু মনে শীতের প্রকোপে কম্পন জাগে?
৪২/৪২/৪৪
প্রিয়া তোমার কথা—— প্রাণে লাগে ব্যথা
ভাবি আমি মনে মনে
শুনব নতুন শব্দ—– কেটে যাবে অব্দ
সেই কথা মন ছুয়ে ক্ষণে।
দিয়ে নিত্য আশা ——— কেড়ে ন্যায়’রে ভাষা
বলি না তো আমি কিছু
তার প্রেমের ওই আগুন ——- বসন্ত আর ফাগুন
ঘুরি
অন্ধকারের পায়ে ঘুংঘুর দেখে ভেংচি কাটে শালিকের
জোড়া ঠোঁট, বিশ্লেষণ নেড়ে ছেড়ে দেখা যায়
শরীরের কোথাও নেই কোনো চোট;
তবুও একদিন আড়মোড়া ভাঙে সজল সকাল
এরপর থেকে সখির বর্ষার কথা আর মনে পড়ে না!
তবু্ও দৈনিক হিসাবে পাড়ায় গড়ায় কিছু পাথর সুখ
সখিনা জানে তার রুপ