হচ্ছে না,
কিছুই হচ্ছেনা, মন প্রাণ জীবন দিয়েও না!
রক্তে ঘেমে জল
আকণ্ঠ পান
তিয়াস মিটছে না, অন্তর পুড়ে অনল
মনে জমে ছাই, উৎকণ্ঠা- হতবিহ্বল;
চোখের নিকটে ভুকা মুখ
চাইনা আর- সাধ্য সংকটে থাকুক
সরলের দৃষ্টি
পবিত্র মিষ্টি, প্রাণের গরলে
তোলে ঝড়- তীক্ষ্ণ নখের আঁচড়;
কণ্টক নয় কণ্টক নয়
চরণ তলে

