ছন্দে করে খল খল-
পুকুরের মাঝে মাছ
সাঁতার কাটে খল বল! ব্যাঙের ডাক বর্ষার বাগ
হেমন্ত মাথায় রঙিন ফুল-
মৌমাছি উড়ে বানায় চাক;
এই তো জীবন বেলার ডাক। ঘাসের বুকে ফড়িংর মেলা
মাটিতে ঘুম ঘুম সারা বেলা-
অরণ্যতে পাখি গানের খেলা
সুখে দুখে দেখো তারার ভেলা; সবই ভাবো ডাকে

