একটা রিকশা ডাকি এই ঝুম বৃষ্টিতে!
মাতাল বাতাস বয় সদ্যোজাত প্রেমের নদীতে,
পাশে এসে বসো ভেজা গোলাপের মতো,
কিছুটা শীতল জল পান করে নিক উত্তপ্ত গ্রহ,
কতো লক্ষ বছর দুজনে পুড়েছি বলোতো!
বারন্দায় কফি আর গীতবিতানের গানে,
বিরহে চুপসানো মন আর কতো পোষ মানে?
নেমে এসো পথ ভুলে, আলতো পায়ে জলে,
যান্ত্রিক