এই তো সেই দীর্ঘ নিদ্রা
যে নিদ্রা কারো কভু হবে না শেষ
যে নিদ্রা মানুষকে স্বজন থেকে নিয়ে যাবে
দূর থেকে দূরের স্থানে
থাকতে দেবে না আর পরিবার পরিজনের সাথে
আর দেখতে দেবে না সেই নানা উৎসব
শুনতে দেবে না আর পাখির কন্ঠের গান
আমরা স্বপ্নদ্রষ্টা!
আমরা জানি না আমরা কারা!
কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় আমরা তৈরী হয়েছি,
পৃথিবীর কিছু সংকীর্ণ উপাদানে যা বিদ্যমান,
তারপর একে পরিশুদ্ধ করার প্রচেষ্টা।
আমরা স্বপ্ন!
আমরা মনে করতে পারি না!
পরিবার,
লোমশ অন্ধকার,
মায়ের জঙ্গল।
মায়ের শরীর ;
তার ভিতরে পরিচ্ছন্ন শহর।
তারও আগে;