গ্রামের স্রোতস্বিনীর পাশে গভীর অরণ্যের
মধ্যে দিয়ে বয়ে চলে গেছে
একটি সুরু পথ, সেই পথে
বন্ধুবান্ধবদের সঙ্গে হাঁটতে হাঁটতে,
মনের অভিলাষে গল্প করতে করতে সবাই মিলে,
অবশেষে পৌছলাম কলেজের তেমাথার মোড়ে।
অন্য বন্ধুবান্ধবদের উষ্ণ অভ্যর্থনা,
হাসি আর খুনসুটি ।
রেখেছে আমাদের সকলকে ঘিরে,