আমার সামনে থ্রিডি আয়না
ওপারের আমিকে খুব জীবন্ত লাগছে
অথচ জানি; আমি মরে গেছি
স্থবির হৃদয়ে ভালোবাসা অবশিষ্ট নেই।
আয়নায় যা প্রতিফলিত সর্বদা সত্য নয়,
অনেক মুমূর্ষ আয়নার বদৌলতে
প্রাণবন্ত হতে পারে; অন্তরে অন্য খোঁজ।
মৃতবৎ মেকাপের জোরে
স্বল্পসময়ের জৌলুসে ফিরতে পারে,
সময় ফুরালে কফিনে ঢুকে
৪৪/৪২
বাবা তুমি আমার কাছে
আনন্দ আর হাসি
তোমায় ছাড়া আমি শুধু
নয়ন জলে ভাসি।
ছেলেবেলার ইচ্ছে খুশি
ধরেছি যে বায়না,
তোমাক ছাড়া আমার মনে
আর তো কিছু চাইনা।
বাবা তুমি ছিলে আমার
নিত্য খেলার সাথী,
আঁধার রাতে চলার পথে
চাঁদের মতো বাতি।