আমরা নাকি মানুষ
কোথায় তবে সে হুঁশ ?
মানবতা নেই আজ
পশুর মত সব কাজ।
কেউ ভাবে না শান্তি
চলার পথ সে ভ্রান্তি;
খায় মানুষের রক্ত
মুখটা রয় যে শক্ত।
কারো নেই গো মায়া
মানবরূপ তার কায়া;
হৃদ তার ভরা পাপে
জীবন রয় যে শাপে।
কে বা ভাবে সোজা ?
মাথায় পাপের বোঝা;
মানুষ
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৭৫ বার দেখা
| ৫৫ শব্দ ১টি ছবি
মধ্যবিত্ত পরিবারের শুধু কষ্ট আর কষ্ট
হয় না তো স্বপ্ন পূরণ, স্বপ্ন গুলো হয় শুধু নষ্ট।
বলতে পারে না তো তাদের অভাব অনাটন কথা
সদা ঘুরে বেড়ায় বুকে নিয়ে গিরি সমতুল ব্যাথা।
কেউ নেই মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কথা শোনার,
সমাজে কেউ নেই তাদের বিষয়ে জানার।