যে-ই টুকু স্বাধীনতা পেলে
শিশু মায়ের কোলে নিরাপদে দুগ্ধ পান করতে পারব।
কেউ চাইলে বোমা বিস্ফোরণ করতে পারে না
সেই টুকু স্বাধীনতা । যে-ই টুকু স্বাধীনতা পেলে
রাখাল উদাস মনে বাঁশি বাজাতে পারবে খোলা মাঠে
শঙ্কাহীন ভাবে প্রকৃতির সাথে ।
যে-ই টুকু স্বাধীনতা পেলে,
কৃষক

