জুন ১৩, ২০২১ বিভাগের সব লেখা

কদম কেয়া
স্বরবৃত্ত ছন্দঃ ৪৪/৪১ ওরে খোকা, ওরে খুকি
দেখবি তোরা আয়,
কদম গাছে কেয়া গাছে
ফুল ধরেছে হায়। ফুলের সাথে পাখির সাথে
ভ্রমর গাইছে গান,
ওরে খোকা ওরে খুকি
শুন ফেলে কান। কদমের সাথে কেয়া ফুলের
মধুর হাসি হয়
খোকা খুকি মন খুশিতে
নদে নৌকা বয়। কদম কেয়া পড়ুন
ছড়া ও পদ্য | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫১২ বার দেখা | ৫৭ শব্দ
বৃষ্টি সই
বৃষ্টি সই
আমার কাছে বৃষ্টি আসে রোজই, শার্সি ভেজায়, আরশি ভেজায়, ঝাপসা চোখে ইচ্ছে মেখে, চুপিচুপি জানলায় এসে আমায় ডাকে, কুচি কুচি বৃষ্টি ছুঁয়ে যায় আমার মুখ। হালকা মাটির গন্ধ নিয়ে, আলতো হাতে আমার চুল উড়িয়ে, বেলা অবেলায় ডাক দিয়ে যায়, ঝিরঝিরিয়ে, পড়ুন
জীবন | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৩৬ বার দেখা | ১১৭ শব্দ ১টি ছবি