চোখের কালো- দৃশ্য বিরল ছল ছল
সোনালি দিনের আলো- কি যে লাগে ভাল;
কখন পড়েছিল চোখে চোখ- স্মৃতিহীন মন বিষাদে
উড়ছে বাতাস- ভাসছে অগুণিত আফসোস
তবুও মন গহীনে মেঘবৃষ্টি বেসেছিল ভাল
সে কথা আকাশ- মাটি জেনেছিল
অথচ নীবর ঘাতক কষ্ট ছুঁয়ে গেলো
সুবাসীত ঘ্রাণটা, শ্রাবণ মেঘে জমাট