মে ২৮, ২০২১ বিভাগের সব লেখা

অপার্থিব বর্ষাতি
বাতাসে হাসছে আজ ঘুরে ঘুরে,
প্রলয় প্লাবন এল দ্বারে দ্বারে!
মধ্যরাতের কোলে নাচছে ময়ূর,
নীল বুকে তার জমা ছোট্ট সমুদ্দুর!
পালকে বিষন্নতা নিয়ে রাজহাঁসে,
বসে আছে ঠায় পুরাতন কার্নিশে,
বীণাপাণি হাসে মৃদুলা বাতাসে,
পুজাতো কবেই শেষ!
ভেজা গাছে মৃন্ময়ী মায়ার আবেশ,
এখানে ফার্ণের চোখে থাকে জল,
মেঘ গলে খসে পড়ে তীব্র আঁচল,
ময়ূরীরা যায় ভেসে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯৪ বার দেখা | ১৮৪ শব্দ
রক্তাক্ত কাব্য প্যালেস্টাইন
রক্তাক্ত কাব্য প্যালেস্টাইন
আমি প্যালেস্টাইনের হামজার মা বলছি
আর কত বোমা বিস্ফোরণ হব
আর কত রকেট দিয়ে নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র।
আর কত আমার হামজার মতো ঝরে পড়বে অকাল প্রাণ,
আমার মেয়ের মতো আর কত মেয়ের লুণ্ঠন হবে ইজ্জত,
আর কত গাঁজায় লাশ পড়ে থাকবে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৩ বার দেখা | ১২৩ শব্দ ১টি ছবি