তোমাদের আচরণ দেখে
আমি আর মানুষ হতে চাইবো না;
ফানুসের হয়ে থাকতে চাই
রঙ বিরল আকাশে- ঘাসফড়িং বেসে
তোমাদের ফেরেশতা সুবল
হাসির মাঝে শয়তানের মুখ রহ রহ দেখি
শুধু শুধু আমাকে মানুষ হতে বলো!
সুসম্পর্কের পিচে স্বার্থ চোখ, মন প্রবাহিত,
কি করে আমি
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৪৩ বার দেখা
| ৫৩ শব্দ ১টি ছবি
যদিও সে মন খুলে হাসে, প্রাণ খুলে গায়
তবুও কেন সুখী নয়,
সুখী হতে চাইলে ভালোবাসা লাগে,
সত্যিকারে ভালোবাসা
যে ভালোবাসা থাকবে জন্ম জন্মান্তর।
বুকে গিরি সমতুল ব্যথা নিয়েও তো মানুষ হাসে,
হেসে যায় নিরবে নিভৃতে,
তবুও কেন সে বা তারা সুখী নয়
কারণ তারা প্রকৃত অর্থে
আমার অনুকরণ করিও না।
হৃদয় আমার নানা ঘটনা প্রবাহে প্রভাবিত,
নিরপেক্ষ নয়।
আমিতো আমাকে চিনি,
মনোবিজ্ঞানীর মত শুনতে শিখেছি আমি।
গভীর ভালোবাসা নিয়ে কিছু বলি যখন,
তার উপর সামান্য বিশ্বাস রাখতে পার,
যেমন এখন বলছি।
এটা দুঃখজনক!
সারা জীবন আমার বুদ্ধিমত্তা,
ভাষার উপর আমার দখল,
আমার গভীর
তোমার ভালোবাসার ওজন অনেক বেশি।
পাথরের পাহাড়ের মতো চাপ দিয়ে ধরে আমার বুকে;
আমি সে ভার সইতে পারি না।
তবুও সইতে হয় কেন-না তুমি থাকো আমার থেকে দূরে।
তোমার ভালোবাসার আকর্ষন; মধ্যাকর্ষণের চেয়েও বেশি।
মনে হয় সৌর চুম্বকের মতো আমাকে টেনে ধরে;
আমি সামাল দিতে পারি না।
তবুও
তুমি আমি সবে করি বাস এক সাথে
প্রতিদিন দেখা মেলে যবে মিলি প্রাতে;
কত শোষণে শাসনে মোরা সবে বাঁচি
কষ্ট যত বুকে নিয়ে তবু ভালো আছি।
কখনো বা ক্রোধে করি কত মারামারি
তাই যে সমাজে দেখি দুখ আহাজারি;
যাদের অর্থ অনেক বড়ো সুখে রয়
নাহি তাদের অশান্তি
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২১৪ বার দেখা
| ১০৮ শব্দ ১টি ছবি
উনচল্লিশে আটকা পড়েছিলাম
এই বুঝি রাস্তার শেষ।
কোথাও কোন আলো ছিল না,
পাশে ছিল না কোনো খড়কুটো;
সব সম্ভাবনা তিরোহিত হওয়ার পরে;
যখন চিরকালের ডুব দেওয়ার
প্রস্তুতি নিচ্ছি, তখন ভেতর থেকে
শেষবারের মতো ভেসে উঠার
আওয়াজ আসছিল। মৃত্যু প্রবল
বিক্রমে টানছে জীবন তবু শেষ চেষ্টার
গান শোনাচ্ছে,