করোনাকাল বদলে দিলো
আজ অনেক কিছু,
জীবন কতো থমকে গেছে
লক্ষ প্রাণ মিছু।
তবুও যেনো এবারো তাই
খুশির ঈদ আসে,
ছোট বা বড়ো দেশের সবে
খুশির বানে ভাসে।
ব্যবসা সব নষ্ট হলো
সংকটে যে সবে,
করোনার সে দাপটে হায়
গরিবের কী হবে ?
ঈদের জামা পায় নি কেউ
কষ্ট শিশু মনে,
কখন যাবে করোনা
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৬৮ বার দেখা
| ৫৮ শব্দ ১টি ছবি
এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোসা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত সবার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২০০ বার দেখা
| ৫৯ শব্দ ১টি ছবি
ক্লাসের সবচেয়ে চঞ্চল জেদি একঘেয়ে কৃষ্ণবর্ণের ছেলেটা,
স্মৃতিকে এক পলক দেখবার জন্য চেয়ে থেকেছে ঐ পথটা।
মনের আকিঞ্চনে ঐ পথটার ধারে করেছে কতবার পায়চারী,
তা জানেন শুধু বিভো,আর করেছে কত আহাজারি।
স্মৃতির মুখনিঃসৃত বাণী শ্রবণের জন্য, কেঁদেছে তার মন