তুমি হিমেল সমীরণ,
তুমি চঞ্চলায় চমকানো রাত্রী
তুমি শরতের শুক্ল অম্বুদের উঁকি। তুমি হিমাংশুর প্রভা
তুমি আগ্নেয়গিরির লরুণ আভা,
তুমি অচেনা পতত্রীর কিচিরমিচির
তুমি নিশাবসানের একফোঁটা শিশির। তুমি মহীধ্রের নির্ঝর
তুমি জোনাকি ভরা শর্বর,
তুমি অবনীর এক প্রতীতি
তুমি আমার নেত্র দৃষ্টি। সরিৎ যেমন অম্বুধির সাথে মিলত

