ওগো প্রেয়সী,
ভালোবেসে সৃষ্টিকর্তা সৃজিয়েছে এই ধরা।
ভালোবেসে কবি লেখে কবিতা,
শিল্প আঁকেন কত শত ছবি।
যেদিন তোমার হাত আমি ধরেছি
সেইদিন থেকে আমি খুঁজে পেয়েছি অজস্র স্বপ্ন
তোমার স্পর্শ আমার হৃদয়ে সুপ্ত স্বপ্নগুলো
আজ জাগ্রত হয়েছিল।
আমি তোমায় কেন প্রপোজ করেছিলাম জানো,
কারণ আমি তো
আজও এক আকাশ মেঘ মহলে ঝড়ো বাতাস ছিল অনুভব করার মতো
শুধু বৃষ্টি ছিল না,
যদি এমন হয় কখনো
টিপটিপ বৃষ্টি, কয়েক ফোঁটা বৃষ্টি
বৃষ্টির ফোঁটায় বকুল ঘ্রাণ অবাক করেছে আমাকে,
ফাগুন বেলা যায় যে বয়ে
ভাললাগা স্পর্শ করেছে এই মনে।
আষাঢ়ের প্রথম সকালের বৃষ্টি
রিমঝিম বৃষ্টির
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১১৬৭ বার দেখা
| ১২২ শব্দ ১টি ছবি