আমায় যদি গো তোমরা নির্বাসন দাও,
তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে,
একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে,
বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে।
বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব।
বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে,
নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি
এই যে আমি মারা যাচ্ছি
এই যে ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে আছ
আমার নাকে সুবাস পৌঁছাচ্ছে না
ইতোমধ্যে মারা গেছি।
ফুল নিয়ে আসবে
জানতে পারলে আরো কিচ্ছুক্ষণ
যুদ্ধ করতাম। আমার জন্য কারো
বুকের অতলে কান্না আছে
এই বোধ যুদ্ধের শক্তি যোগাত।
তোমার কান্না অসময়ে এল
অহেতুক খরচ হল কিছু কড়ি,
পুষ্প বিলাস কোন