শোক হারিয়েছে শোকেরই চাপে,
কান্না থেমে গেছে কান্নারই মৃত্যু কূপে
মুখের ভাষা নাই
বুকের স্পন্দনে ভীষণ ক্ষোভ;
রক্ত ঘাম করে অন্ন জোগায় যে মানুষ
তার তো আর কিছুতেই ছিলনা লোভ!
রক্তের উপর দাঁড়িয়ে করছে নিঃশ্বাসের রোধ
জীবনের দাম হাঁকাচ্ছে সমাজ দেবতারা
রক্তে ঘামে মিটিয়ে দিয়েছি যার শোধ।