চোখ দুটো এই গভীর রাতেও খোলা;
কে রেখেছে টেনে!
কি রয়েছে ধ্যানে
পাই খুঁজে তার কোনো উত্তর
দীপ্ত চোখে চেয়ে থাকা শুধু। ঘুমহীন এই রাত কেটে যায় বন্দী একা ঘরে!
কিসের নেশায়
কিসের চিন্তায়
কিসের ভয়ে যু যু! কি হারাবো কিই বা পাবো
নাই সে এমন হিসাব
মনের মাঝে এমন কোন
জমা তো নাই বিষাদ
তবে

