একদিন কল্পনায় আমি হেঁটেছি কত দূর তার সাথে,
ছুঁয়েছি চুড়ির রেশ হয়ে তারই হাত সারাটি পথ ধরে।
হঠাৎ হাওয়ার মতো আমিও দুলে দিয়েছি এক গোছা চুল তার,
নীল আচলে আমি দিয়েছি তারে বসন্তে ঝরা কত
গাছের মগ ডালে পাখি বাঁধে নীড়
শত্রুরা ভয়ে কাপে দেখে বীর।
ফুলের জন্য মানবের আছে ভালোবাসা
অস্ত্রর খেল জীবকে করে নিরাশা।
নিন্দা হলো নিন্দুকের কাজ
আছে কি তার চক্ষু লাজ।
যে ব্যক্তি কর্মবিমুখ
কস্মিনকালে পাবে না সুখ।
যে করবে সুখের আশ
সেই পড়বে