ভালোবাসি তোমাকে অথচ তুমি বদলে গেলে
চুপি চুপি বিয়ে করলে আদর্শবান ওই মাস্তানকে।
শুনেছি আমি লোকটা সম্মানিত মাস্টার মশাই
অথচ সে রোজ পিটাই করে স্কুলের শিশুদের।
কী দরকার ছিলো ভালোবাসার অভিনয়ের
অথচ বিয়ে করলে কোটি টাকার মালিককে।
তুমি শুনেছো
কবিতা|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৬২৬ বার দেখা
| ১১৯ শব্দ ১টি ছবি
আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম
তা আমাকে ফিরিয়ে দাও।
তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল
সুখে দুঃখে থাকবে পাশে পাশে
ছলনা করে ছেড়ে গেলে তুমি
বিরহ অনলে পুড়ছি আমি
আমাকে ফিরিয়ে দাও,
আমার ভালোবাসা।
যে ভালোবাসা ছিল আমার হৃদয়ে সুপ্ত
তা কেন করলে
না,
অবশিষ্ট নেই
কোন উদ্দীপনা! কিছু অজানা আবশ্যিক ছাড়া
এখানে,
আমার মন ও মস্তিষ্কে ভর করছে মারাত্মক হিংসে পনা!
নিজেকে হিংসে করার মত অতটা আলোকিক নই যদিও
তবু ঘৃণার পরিবর্তে হিংসা করাটাই অনুকূলিক!
ক’ফোটা চোখের জলে
অথবা
ক’টা মায়া কথার ভাষায় আশ্রয় নিই নি
কথিত সংসারে! ব্যর্থতা টা আরো
অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
দেখতে পাবে তোমার কপালের মাঝ বরাবর
লাল টিপটি আর নেই।
আমাকে ফিরিয়ে দেবার পরে, তোমার
অনুভুতি গুলো হারাবে তার উষ্ণতা
নরোম বিছানায়, বালিশে আর আরাম কেদারায়।
আমি ফিরে আসার পরে, তোমার
কটিবন্ধনীতে থাকা চাবির গোছা
খসে পরবে সুতীব্র চিৎকারে জীবনের
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৫১ বার দেখা
| ১০২ শব্দ ১টি ছবি
উৎস্বর্গঃ জাতির জনক বঙ্গবন্ধুকে
কাকে বলবো?
পরিবার! সমাজ! রাষ্ট্র!
চিন্তাধারা পরিবর্তনের কথা বলতে চাই
তবে কাকে বলি?
বলার মত তেমন কোনো মানুষ নাই।
যে পিতা নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক
সাড়ে সাতকোটি মানুষের আস্থা
যে পিতার একটি তর্জনীর হুংকারে
ধর্মের ভেদাভেদ দ্বিখণ্ডিত হয়ে
যে পিতা নিরীহ জাতির জন্যে
জালিম শাসকের সাথে ছিলো আপোষহীন,
সে
কিচ্ছু ভুলিনি আমি, তুমিও কিছু ভুলো না
সুখের সব স্মৃতিগুলো করছে উন্মাদনা,
থেমে থেমে পথ চলা, ক্লান্তির গভীর ঘুম
পথে খুঁজে পাওয়া অজস্র সুগন্ধি কুসুম।
অতীত সবসময় সুন্দর হয়, প্রাকৃতিক নিয়ম
যতই বুলি আওড়ায় কিছু থাক মনের ইডিয়ম,
অন্য পাখির বাসায় পাখিরা কী বাসা