মেঘের ফাঁকে সোনালী রোদ্দুর
বাসন্তী শাড়ীতে সেজেছে আমের মুকুল
ঝরা পাতার বেদনা মুছে ফুটেছে ফুল।
নির্জন উপত্যকায় সখি আর সখা
একদিকে পাহাড় সবুজে ঘেরা
অন্য দিকে নীল সরোবর বয়ে চলে
দূরে দিগন্ত ছুঁয়ে আকাশ গেছে মিলে।
সরস্বতীর বন্দনায় সেজেছ রঙ্গিন সাজ
প্রনয়ের অনলে পুড়ে

