হাসছে বসে সব,
প্রাণে লাগছে সুখের ছোঁয়া
শুধু কলরব। দীর্ঘদিনের প্রতীক্ষার ওই
এবার হচ্ছে শেষ,
মুক্তভাবে ঘুরবো তবে
এই না সুখের দেশ। সবার সাথে আগের মতো
হবে চলাচল,
মুক্ত জীবন সুখে থাকা
মনে দৃঢ়বল। চিন্তা ভাবনা গুলো আজই
দুর হবে সব ভাই,
সুখের সাথে করমর্দন ওই
সুখটাকে তো চাই। মনের ভিতর এলোমেলো
চিন্তা না তো রয়,
সুখের

