গেছে তো ভাই খোয়া,
তারই জন্য জীবন নদে
নাই রে সুখের ছোঁয়া। মানব মনের সুখ শান্তি তো
মানবতার তরে,
মানবতা বিহীন জীবন
ধুঁকে ধুঁকে মরে। মানব জীবন মানবতা
এক সূত্রে ওই গাঁথা,
মানবতা শূন্য জীবন
শুষ্ক গাছের পাতা। লক্ষ কোটি টাকা দিয়ে
যাই না কেনা তবে,
মানবতা অমূল্য ধন
নিখিল এই না ভবে। রচনাকালঃ
২২/০৯/২০২১

