সরিসৃপ বৃক্ষ এঁকেবেঁকে উঠেছে আকাশ চূড়ায়
কিছুটা প্রয়োজন ছিল, নিয়মের বেড়াজালে
আটকে থেকে অনিয়ম ভাঙ্গার। মেঘের উপরে রাজসিক ঈগল
ডানা ঝাপটিয়ে দেখছে সমতল।
শিকার আর শিকারির দঙ্গলে,
নিয়ম আর অনিয়ম ভাঙ্গার লড়াই তো করতেই হয়। দিনের পর দিন বছরের পর বছর
যুগের পর যুগ

