৫৫/৫২ স্বরবৃত্ত ছন্দ
মাগো তোমার মুখের হাসি
আমার লাগে ভালো,
মুক্তা ঝরে সেই হাসিতে
জীবন করে আলো।
মুখে তোমার মিষ্টি কথা
আঁখি স্বপ্নে ঘেরা,
জগৎ মাঝে তুমি যে মাগো
আমার কাছে সেরা।
দুখের কথা হাসি মুখে যে
বলতে মাগো তুমি ,
আমার কাছে তুমি তো মাগো
স্বাধীন মায়া ভুমি।
তোমার মতো মমতাময়ী
ধরার
আমার বিশ্বাস হয়না এতটা ভুল কেউ হতে পারে
হাতের ভেতর গোটা নদী পুরে দিলেও
কেউ ছুঁড়ে ফেলতে পারে এত এত মাছ।
আমি তার নীতির কিনারে গিয়ে দাঁড়াই
রেলিং ধরে উবু হয়ে মুখে রক্ত তুলি আর
লেখা হয়ে যেতে থাকি কারো দীনতার দলিলে।
এই যে ফুটে ওঠা শৃঙ্খলিত একমুঠো হাত
যাকে বাঘের