গুলিবিদ্ধ পাখির ডানায় ডুবে থাকে তারা।যে ভোর
জাগবে বলে ঝলক দেখায়,তার বাহুতে জমে উঠে
রক্তদাগ। নদীদের অভিমানের সাথে মিশে থাকা
বারুদগন্ধ, বয়ে যায় কালের উজানে।
এই মাটির ছায়ায় লুকিয়েছিল যে আঙুলের আলো,
সে ও জেগে উঠে ‘জয় বাংলা’ বলে। একজন
মা, তার সন্তানকে বিদায় দিতে দিতে বলেন
– ফিরে এসো
৪৪/৪১
বন্ধু তুমি সবার সেরা
আছে যতজন,
তোমায় নিয়ে দিবানিশি
ভাবি প্রতিক্ষণ।
দুর্দিনের ওই কালে তুমি
পাশে ছিলে ভাই,
এমন ভালো বন্ধু তবে
জগৎ মাঝে নাই।
স্বার্থপর ওই জগৎ মাঝে
তুমি দিশার পথ,
তোমার সঙ্গে পারি দেবো
আমার জীবন রথ।
তোমার দেয়া সেরা তত্ত্ব
পেয়ে ধন্য প্রাণ,
বন্ধু তুমি জীবন