সমাজ দর্শনে কথা গুলো চেঙ্গিস, মাহমুদ-
রক্তাক্ত জিহ্বায় হরতাল ডেকেছে কতক শব্দ,
মানব মুক্তির ফর্দে বিবেকের আহাজারি।
মানুষের নির্মিত কাঠগড়ায় আসামি বিবেক,
সমাজের শত্রু পক্ষ বিপরীত দলের ছায়াতলে-
একাকিত্বে প্রাণপণ লড়ছে বিবেক,
স্তব্ধ বিচারালয়ে আত্মপক্ষ সমার্থনে বিবেক,
পুরানো দিনের কথা আজ অকপটে স্বীকার-
কত অন্যায়ে কত অবিচারে,
নতজানু-রাতের আঁধারে চুপিসারে

