সারাদিনই ভুখা আকাশটা জ্বরের ঘোরে আছে
যেমন আমরা সবাই কোন না কোন ঘোরের মধ্যে আছি
এই যেমনঃ ঘোড়া মার্কা রোদের ঘোর
গাধা মার্কা বৃষ্টির ঘোরএসবের সাথে যোগ দিয়েছে
আরও কতো কতো গ্রহণ লাগা পানকৌড়ি ভোর!
তবু শাসন আর অনুশাসনের মাঝামাঝি বেশ আছি
পথের একপাশে পড়ে
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৪২ বার দেখা
| ১১৪ শব্দ ১টি ছবি
শীতের ভোর আকাশে উড়ে যায় সাদা বক ঘন কুয়াশায়
ভাটার টানে সাগরে জল যায় চলে যায় অজানার পানে
গাছে পেঁপে পেকে গেলে পাখিরা যেমন করে যায় জেনে যায়
শহর ছেড়ে এলে কবিতার পঙতি তেমনি আসে এখানে
অগ্রাণের মধ্যভাগে কিষাণ যখন ধান কেটে গোলা ভরে
এমন সময় সুর্য ডুবে গেলে
মোহনীয় বিকেলের কৃষ্ণচূড়া রোদ্রে আগুন লেগেছে
এ আগুন গোলাপের মত নরম
মেঘের মত তরল,
মেঘ গলে বৃষ্টি নামে
ডানা সুদ্ধ পাখির পালক ও হার মেনেছে
পাথর চোখে বৃষ্টি জমেছিল এক শতাব্দী আগে,
প্রতিটা কঠিন শব্দের দিকে আমি হাত বাড়াই
হেঁটে যাই
মুঠো মুঠো তুলে
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭১৯ বার দেখা
| ১৪৮ শব্দ ১টি ছবি
একটি গল্প লিখবো।
গল্পটি কালি ফুরিয়ে যাওয়া কলমের,
গল্পটি খাতার শেষ হয়ে যাওয়া পৃষ্ঠার!
গল্পটি মুমূর্ষু রোগীর শেষ নিঃশ্বাসের!
শুধু তা-ই নয়! গল্পটি মৃত্যুদন্ড দিয়ে নিব ভেঙে ফেলা কলমের!
কিন্তু কিছুতেই গল্পটি লেখা আর হয়ে ওঠে না।
‘বিগ-ব্যাং’ কিংবা ঈশ্রাফিলের ফুতকারে
পুণরুত্থিত হবো আবার-
প্রলম্বিত ময়দান বিশ্বে কি হাতে দাঁড়াবো
যখন দুনিয়া উগড়ে দেবে সব আগুন
সমস্ত সাগর জুড়ে দাউ দাউ জ্বলবে অননুমেয় প্রবলতম আগুন
আর মানা বা না মানা সবার বিচার যখন হবে শুরু
কি