সমস্ত দিন আমায় কেবল রাখিস চোখে ধরে,
ডাকিস কাছে রাখিস বেঁধে স্নেহের কড়া ডোরে ৷
এই করে না,ওই কোরো না – ওদিক যেও না না,
কেউ বোঝে না কি চাই আমি -শুধুই নিষেধ মানা।
ভাল্লাগে না মাগো তোদের আদর বাড়াবাড়ি,
বাড়ির সাথে আড়ি দেব- বাড়ির সাথে সাথে আড়ি ৷
ডাকছে
৪৪/৪২
নিত্যক্ষণে পড়তে বুড়ির
লাগে না তো ভালো,
পড়ার কথা বললে মায়ে
মুখটা হয় যে কালো।
বুড়ির ইচ্ছে সারাবেলা
করতে চাই যে খেলা,
মন খুশিতে চড়বে বুড়ি
নদীর ওই না ভেলা।
মায়ের কাছে বলে বুড়ি
কঠিন লাগে পড়া,
আজে বাজে কথা বলে
বলে নানা ছড়া।
মায়ের ইচ্ছে খেলার ছলে
নেবে বুড়ি শিক্ষা,
নানা কাজে