খাওয়াতে রুচি নেই-
জ্বরে শরীরটা পুড়ছে বহুদিন ধরে,
মরণের ব্যামো বাসা বেঁধেছে গতরে মনে হয়।
প্রতিটা নিঃশ্বাসে চুক্তিভঙ্গ হয় স্বপ্নের সঙ্গে,
বেঁচে থাকার যত আয়োজন ছিলো-
আজ মরণেই যেন বাঁচি,অবহেলা!
প্রিয় মানুষ গুলো কাছে নেই,
কথা বলার মানুষটি পর্যন্ত মিশে গেছে মাটির বুকে।
চায়ের কাপে চুমুকে চুমুকে

