জানিস এখন টুপটাপ শব্দ বাতাসে। আর আমি কান পেতে নিঃশ্বাস বন্ধ করে শুনতে চেষ্টা করছি। যদি তোকে কিছুটা হলেও শোনা যায়। বড় বেশি ভেজা চারপাশ।শব্দেরা তরঙ্গে তরঙ্গে তবু খেলে যায় লুকোচুরি। আমার আঙুলের ডগা বেয়ে ছুঁয়ে যায় মন, চোখ।
জীবন|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৮১ বার দেখা
| ২২৬ শব্দ ১টি ছবি
রিমঝিম রিমঝিম শব্দ মনে
গান গেয়ে যায় প্রতিক্ষণে
সাজে তরু লতা,
মেঘের সাজে নীল আকাশে
জোয়ার আসে ওই বাতাসে
বলি নানা কথা।
গুড়গুড় গুড় ওই মেঘের ডাকে
থেকে থেকে ব্যাঙে হাঁকে
জলের কলতানে,
গাছের ডালে পাখির বাসা
মনের ভিতর বহু আশা
উদাস করে গানে।
পরিস্কার সব গাছের পাতা
নব সাজে তরুলতা
বেশি লাগে