দলছুট পাখিরা ক্লান্ত রাতের ডাকে,
একমনে দূরতম আলোর গন্ধ শুঁকে,
তুমি আজ তাড়াতাড়ি যেও ঘুমিয়ে!
আকাশে মেঘের লতা,
বিরান বনের ছাদে উষ্ণ নীরবতা,
তারই ফাঁকে বৃষ্টির সামান্য কথকতা,
ছুঁয়ে দিবে তোমাকে,
স্তব্ধ পালংকে পর্দার ফাঁকে!
দাবদাহে কাঁপছে শখের পোষা তোতা,
ব্যথাতুরা নীল শাখে!
কেউতো জানেনা শুধু আকাশ ছাড়া,
প্রেম ছুঁয়েছিল তোমাকে!
অভিমানী মেয়ে,
আজকের মতো তুমি

