বাড়িটা হলো তার পুকুরপাড়
বসে থাকে সে চুপচাপ,
উঁকি মারে সে এপার-ওপার
কে সে? চেয়ে দেখি এক সাপ!
কী সাপ আর কী নাম
কালসাপ নাকি সে লালসাপ?
রাজ্যে তো তার হরেক নাম
আসল নাম কি তার? নাম তার গুইসাপ!
কেউ বলে স্থল কুমির
কেউ গোসাপ,
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪০২ বার দেখা
| ৬০ শব্দ ১টি ছবি
জীবন থেকে বাজবে যেদিন বিদায় বেলার বাশি,
সেদিনো বলবো আমি, তোমায় ভালোবাসি।
সেদিন তুমি খুঁজবে আমায়,খুঁজবে আমার হাসি,
দূর পরপার থেকে বলবো সেদিন
তোমায় ভালোবাসি।
হয়তো সেদিন পাবেনা তুমি দেখতে আমায়,
পারবেনা আর ডাকতে।
অন্তর মাঝে থাকবো আমি,
তোমার প্রতি মুহূর্তে।
রেখে দিও প্রিয়তমা,
আমার শেষ বানী,
জানি ভুলবেনা তুমি,
শুধু হারিয়ে যাবো আমি।
এখন বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর কথা
এখন হাতে হাত ধরে টেনে তোলার কথা
এখন তাদের কান্নায় হাউমাউ করে কান্নার কথা
তাদের বেদনায় বেদনার্ত হওয়ার কথা।
এখন মানুষের পাশে যাওয়া বারণ
এখন মানুষ থেকে ছয় ফুট দূরত্বে থাকতে হয়
এখন শুধুই গোমর কান্না
এখন বেদনায়
আচ্ছা পাগলি।
দূর তুই পাগলি হতে যাবি কেনো। কি করবো বল। পাগল মন তাই ভালো মানুষরেও পাগল মনে করে।
আচ্ছা স্বপ্নের জগৎ-টাই সব থেকে ভালো তাইনা? সেখানে সবাই আপন। কেউ কাউরে কষ্ট দেয়না। এ জগৎ আমার আর ভালো লাগে না। চলে যেতে ইচ্ছে করে জগৎ ছেড়ে।
জীবন|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৮৫ বার দেখা
| ৩২১ শব্দ