তুমি যে ধর্মের-ই অনুসারী হও না ক্যানো
স্রষ্টাকে ভুলে যেও না
মৃত্যু যে চিরন্তন!
আমি জানি,
আমরা অসুস্থ কিংবা বয়সের ভাড়ে নুয়ে গেলেই তাঁকে ডাকি
কখনো লোকচক্ষুর আড়ালে, কখনো-বা নিজের অজান্তেই
কি লাভ বলো তখন ডেকে?
দিন পেরুলেই রাত আসে, সেই রাত কী আর ফিরে আসে?
তারচে এসো, সময়ের কাজ সময়ে করি
দেখবে