সন্ধ্যার পিছু পিছু,
তেড়ে আসে পিশাচ অন্ধকার
আর
নগ্নতার জঘন্য উত্থান!
দেহবৃত্তির জমকালো প্রদর্শনী ঘিরে বিচ্ছিন্ন সভ্যতার তথাকথিত সুশীলেরা ভুলে যায় দিব্যজ্ঞান!
গলির মুখে দিনের উচ্ছিষ্ট স্তূপ-
নির্বাণ আগুনের মত লেকলেকিয়ে উঠে নিবিষ্ট ক্ষুধা!
তারপর সারারাতের হাড্ডাহাড্ডি লড়াই দ্বিধা -নির্দ্বিধার
চড়াই উৎরাই

