উপেক্ষা করছে দৃশ্যমান আকাশের উদারতা
দ্রোহের আগুনে পুড়ে যাচ্ছে শান্তির বারতা,
অদৃশ্য ঘাতক কেড়ে নিচ্ছে এক একটি তাজা প্রাণ
আলিঙ্গন করছে মৃত্যুদূতের কঠিন বাহুডোর,
সভ্যতার সাথে মৃত্যুদূতের যেন পুরোহিত সখ্যতা,
একাকী চিলের মত মধ্যদুপুরে বেদনার কান্না করছে
স্ট্রেচারে

