যেদিন ধর্ম, কর্ম, স্রষ্টা আর সত্যকে অসহ্য মনে হবে
ভালোর পরামর্শে গায়ে ফোসকা পড়বে, মিথ্যেকে সত্যের মতো মনে হবে
সেদিন তুমি বুঝে নিও, পৃথিবী নষ্টদের অধিকারে
সত্য এটাই- একদিন সবকিছুই চলে যাবে নষ্টদের অধিকারে
থাকবে চোখের দৃষ্টিশক্তি, থাকবে শ্রবণশক্তি, থাকবে বাকশক্তি
তবুও আলোকিত পৃথিবী মেঘাচ্ছন্ন আকাশের মতোই করবে খেলা
অতঃপর,
একদিন