ওখানে উৎসব ছিল।
নানা মনি-মুক্তা চাকচিক্য ভরপুর মনোহরি আমোদ,
মানুষের উচ্চতর আদব লেবাস ঐতিহ্য,
অহংকারে উজ্জ্বল বিজয়ী মুখাবয়ব সূর্যশিখার মত
প্রজ্বলিত ছিল-
আমাকে কেউ ডাকেনি, আমি যাইনি।
উৎসবে মাদকতা ছিল।
বিস্ময়ে চোখ জুড়ানো অপার্থিব জোছনার পরিপূর্ণ
জোয়ারে- বাদুরের উড়ে বেড়ানো ছোঁয়াহীন কম্পন,
থরো থরো নিশীথের বুকে করে গেছে