সাথে থাকতে দে, অবাধে
হাত হাত রাখতে দে
কাঁদতে দে আমাকে অশ্রু জলে ভিজতে দে
পুড়তে দে আমাকে, তোর আব্রুর চোখে ভাসতে দে
বুকের দরিয়ায় ডুবতে দে, উত্তাল তরঙ্গে মিশতে দে
বন্ধু, তোর দিলের মখমলে আমার দিলের আশ্রয় দে
অনলের উত্তাপে চাপা বুকের নিঃশ্বাস নিতে দে-
ভালবাসার